সৈয়দ সাজন আহমেদ রাজু, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে ভয়বাহ অগ্নিকান্ড দুই ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা পুড়ে ভস্মীভূত হয়েছে। গত শনিবার রাত সাড়ে ১০টায় উপজেলার যদুনাথপুরের নতুন বাজারে এ আগুনের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী উত্তরা এন্টারপ্রাইজের রড-সিমেন্ট ব্যবসায়ী মো. নজরুল ইসলাম ও আল-আমিন কসমেটিকের ব্যবসায়ী হাসান আলী। ব্যবসা প্রতিষ্ঠানের পাশেই নজরুল ইসলামের বাসাটি পুড়ে যায়। প্রতক্ষ্যদর্শীরা ও ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, রাত সাড়ে ১০ টায় হঠাৎ কসমেটিকের দোকানে আগুনের সূত্রপাত। দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানে পাশেই নজরুলের বাসা। ওই আগুনে বাসাটি-তেও আগুন লাগে। স্থানীয় লোকজন ও ধনবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের দুই ঘন্টা প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে। ব্যবসায়ী হাসান আলী বলেন, ‘ঈদের আগে গরু বিক্রির ২ লাখ টাকায় মাল উঠিয়েছি। ১৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে আহাজারি করতে থাকেন তিনি।’ নজরুল ইসলাম বলেন, ‘দোকান ও বাসাসহ অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে আমার।’ ফায়ার সার্ভিসের স্ট্রেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে সূত্রপাত হয়। তাঁরা দাবি করেছেন ৪০ লাখ টাকা কিন্তু আমরা ধারণা করেছি ২০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। এ ঘটনায় যদুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর ফিরোজ আহমেদ ও ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার স্থল পরিদর্শন করেন। চেয়ারম্যান মীর ফিরোজ আহমেদ বলেন, সংবাদ পেয়েই আমি ছুটে যাই ঘটনার স্থলে এবং ক্ষতিগ্রস্থদের শান্তনা এবং মাননীয় কৃষি মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক কে বিষয়টি অবগত করি এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য আশ্বস্ত করেন।