etcnews
ঢাকাSunday , 28 May 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির কেন্দ্র ঘোষিত জনসমাবেশ অনুষ্ঠিত

etcnews
May 28, 2023 2:43 am
Link Copied!

মো: গোলাম মাওলা, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি”র কেন্দ্র ঘোষিত জন সমাবেশ (২৭মে)সকাল ১০ ঘটিকায় ঝালকাঠির শহরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্টেডিয়াম, বিকনা এলাকায় জেলা বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বেগম জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবীতে জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপি’র আহ্বায়ক (ঝালকাঠি জেলা শাখা)এডভোকেট সৈয়দ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু,

আরো উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে এ্যাড. বিলকিস জাহান শিরিন, সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি ( বরিশাল বিভাগ), মাহাবুবুল হক নান্নু, সহ-সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি (বরিশাল বিভাগ), সাবেক সংসদ সদস্য ইসরাত জাহান ইলেন ভুট্টোসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের (৩০০০/৩৫০০) নেতাকর্মী।

এ সময় বক্তাগণ বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন তারেক জিয়ার নেতৃত্বে কঠিন আন্দোলনের মধ্যদিয়ে সরকারের পতন ঘটানো হবে। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে ফিরিয়ে আনতে নিরেপক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে বলে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেন। তারা বিদ্যুৎ, গ্যাসসহ সকল নিত্যপণ্যের দাম কমানো এবং বেগম জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।