etcnews
ঢাকাMonday , 19 August 2024
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

দেশ পরিচালনায় যারা আসবেন তারা যেন আগের মতো জালিম না হয়: জামায়াত আমির

etcnews
August 19, 2024 10:33 am
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের পট পরিবর্তনে প্রত্যেক নাগরিকের জীবনে স্বস্তি এসেছে। পরবর্তীতে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবেন তারা যেন আগের মতো জালিম না হয়। সবাইকে অতীত থেকে শিক্ষা নিতে হবে।

সোমবার সকালে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) জুলাই বিপ্লবে আহতদের খোঁজখবর নেওয়াসহ আর্থিক অনুদান প্রদান শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, পরবর্তীতে সরকারে যে আসবে সে যেন জালিমদের পথ অনুসরণ না করে। একই গর্তে বারবার যাতে পা না পড়ে। মানুষের সঙ্গে জুলুম করলে কী পরিণত হয়, আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতকে অতীত থেকে তার শিক্ষা নিতে হবে।

আন্দোলনে নিহতদের স্মরণ করে তিনি বলেন, বুলেটের আঘাতে যারা চলে গেলেন, আমরা তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে, আল্লাহ আমাদের নাজাতের সুযোগ দিয়েছেন। এ সময় আন্দোলনে আহতদের সহায়তায় সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াতের আমির।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।