etcnews
ঢাকাSaturday , 1 February 2025
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৭

etcnews
February 1, 2025 3:54 pm
Link Copied!

কক্সবাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগ, যুবলীগ ও শ্রমিক লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান।

এর আগে কক্সবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় গতকাল শুক্রবার ৪৭ জনকে আসামি করে সদর মডেল থানায় বাদী হয়ে মামলা করেন সদর মডেল থানার এসআই জাকির হোসেন।

জানা যায়, গত বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ ঘোষিত দল ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে মিছিল বের করে। সেসময় তারা বিভিন্ন যানবাহনে হামলা করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমানে শ্রমিক লীগ নেতা মিজান প্রকাশ বার্মায়া মিজানের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়ে শহরে ত্রাস সৃষ্টি করে।

পরে এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় ৪৭ জনের নাম উল্লেখ করে একটি দ্রুত বিচার আইনে মামলা রুজু হয়েছে।

ঘটনার পর থেকে ওসির নেতৃত্বে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান বলেন, অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে আপাতত তাদের নাম প্রকাশ করছি না। নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের ধরতে প্রশাসনের অভিযান অব্যাহত আছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।