মোঃ গোলাম মাওলা কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: গতকাল ২৭ মে বিকালে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়াতে রক্তের বন্ধন ক্লাবে ক্রীড়া মন্ত্রনালয় এর ক্রীড়া সামগ্রী- এক সেট ক্রীকেট, ফুটবল ও ভলিবল বিতরন করেন প্রাথমিক ও গনশিক্ষা প্রতিমন্ত্রীর সহকারি একান্ত সচিব মো: আতিকুর রহমান রুবেল।
এসময় উপস্থিত ছিলেন, হক্কোননূর দরবার শরীফ এর গদ্দিনীশিন পীর এবং রক্তের বন্ধন ক্লাবের প্রধান উপদেষ্টা জনাব আলহ্বাজ মজ্ঞিল মোর্শেদ, শৌলজালিয়া হাইস্কুল এর সাবেক সহ সভাপতি জনাব মো: আজিজুল হক, শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: হাবিবুর রহমান, রক্তের বন্ধন ক্লাবের প্রধান সমন্নয়ক জনাব মো: নেওয়াজ জমাদ্দার, জানশরীফ গনগ্রন্থাগারের সাধারন সম্পাদক জনাব মো: জাকির হোসেন খান, রুবেল সমাজ কল্যান যুব ও ক্রীড়া সংঘের সাধারন সম্পাদক জনাব মো: আনোয়ার হোসেন তোফাজ্জেল খলিফা, শৌলজালিয়া ইউনিয়ন শাখা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব সৈয়দ মাইনুল হোসেন সজল, রুবেল সমাজ কল্যান যুব ও ক্রীড়া সংঘের সহ সম্পাদক জনাব আব্দুল জলিল ফকির সহ রক্তের বন্ধন ক্লাবের সকল সদস্য বৃন্দ।