etcnews
ঢাকাSaturday , 27 May 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে সংগীত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে

etcnews
May 27, 2023 3:05 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে নজরুল সংগীত সন্ধ্যা। শুক্রবার রাত ৮ টার দিকে বাংলাদেশ বাউল সমিতি কলাপাড়া উপজেলা শাখা ও উপজেলা বাউল সংঘ’র উদ্যোগে তাদের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবির জন্ম জয়ন্তীতে স্থানীয় শিল্পীদের অংশগ্রহনে পরিবেশিত হয় একের পর এক নজরুল সংগীত ও আবৃতি। আলগা করো খোপার বাঁধন, আমি যার নুপুরের ছন্দ, শাওনো রাত যদি ও আজকে হইব মোর বিয়ে এরকম অনেকগুলো গানের সুর ও তালের ঝংঙ্কারে দর্শকরা মুগ্ধ হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য বিলকিস জাহান। এছাড়া অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন গামইরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্নিমা রানী, উপজেলা বাউল সমিতির সভাপতি মো.মাহাবুবুর রহমান আজাদ, বাউল সংঘের সভাপতি গাজী মো.বাবুল, সাধারন সম্পাদক মো.শামিম বেপারী, সাংবাদিক এস কে রঞ্জন, উত্তম কুমার হাওলাদার, মো. নাহিদুল হক, রাসেল মোল্লা ও ওমর ফারুকসহ স্থানীয় সংগীত শিল্পীরা।
নজরুল সংগীত শিল্পী ও তবলা বাদক জগন্নাথ শিকদার বলেন, নজরুল গীতি এখন বাংলা সংস্কৃতির এক উল্লেখযোগ্য গৌরবময় সম্পদ। যতদিন যাচ্ছে তত কদর বাড়ছে। কেননা নজরুল গীতিতো কেবল গীত নয়-অমৃত সুর সুধায় সিক্ত এক অপূর্ব আস্বাদন সামগ্রী। তবে যথাযথ উদ্যোক্তার অভাবে ক্রমশই হারিয়ে যেতে বসেছে সুর ও তালের লহরী এমনটাই জানিয়েছেন এই শিল্পী।
উপজেলা বাউল সংঘের সাধারন সম্পাদক মো.শামিম বেপারী বলেন, কবি কাজী নজরুল ইসলাম বাউলদের স্বত্তা নিয়ে কথা বলেছেন। তাই আমরা বাউলরা কবির প্রতি কৃতজ্ঞ। প্রতি বছরই তার জন্ম বার্ষিকী উপলক্ষে এ ধরনের অয়োজন করে থাকি। এছাড়াও লালন সাইজী, হাসন রাজা, বাউল আব্দুল করিম, মাতাল কবি রাজ্জাক দেওয়ান, রশিদ সরকার, উকিল মুন্সি সহ গুনিজনদের জন্ম ও মৃত্যু বার্ষিকী পালন করা হয় বলে তিনি জানান।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।