গত মঙ্গলবার ভোরে পুলিশ সুপার নিজে বাইসাইকেল চালিয়ে চলে যান যশোরের কোতোয়ালি মডেল থানায়। সেখানে তিনি পরিচয় গোপন রেখে কোতোয়ালি মডেল থানায় ডিউটি অফিসারের কক্ষে যান। মোবাইল হারিয়ে গেছে জানিয়ে ডিউটি অফিসারের কাছে জিডি করার আগ্রহ প্রকাশ করেন। একপর্যায়ে ডিউটি অফিসার একজনকে দেখিয়ে দিয়ে বলেন, জিডি করতে হলে ৫০০ টাকা লাগবে। তিনি ২০০ টাকা দিতে চেয়েছিলেন তাতেও রাজি হয়নি থানার ডিউটি অফিসার! ৫০০ টাকা না দেওয়ায় শেষ পর্যন্ত তিনি জিডি করতে পারেননি।
পুলিশ সুপারের এমন কর্মকান্ড অবশ্যই আশাব্যঞ্জক। এমনিতে যশোরের আইনশৃংখলা পরিস্থিতি ভাল নেই। নতুন পুলিশ সুপার ভাল কিছু করবেন এমন প্রত্যাশা সকলের।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।