ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে মাদকদ্রব্যসহ মুশুদ্দি ইউনিয়নের যুবলীগ নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। বৃহস্পতিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় তিনজনকেই গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
মাদক মামলায় গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন__মুশুদ্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু নোমান (৪০), একই ইউনিয়নের মুশুদ্দি পূর্ব পাড়ার হাফিজুর রহমান (৪৪) ও মুশুদ্দি দক্ষিণ পাড়া গ্রামের আনোয়ার হোসেন (৪৫)। গত বুধবার গভীর রাতে ইয়াবা ও হিরোইনসহ মুশুদ্দি পূর্বপাড়া জামতলা মোড় থেকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবু নোমান ওই দুই সহযোগি নিয়ে গভীর রাতে সেবনকারীদের কাছে ইয়াবা বড়ি ও হিরোইন বিক্রির অপেক্ষা করছিল। গোপন সংবাদে থানা পুলিশ তাৎক্ষণিকভাবে বিশেষ অভিযান চালিয়ে আটক করে। পরে তাঁদের তল্লাশি করে ৩৫পিস ইয়াবা বড়ি ও ২০ পুরিয়া হিরোইন উদ্ধার করে। অভিযানে নেতৃতে দেয় উপপরিদর্শক সবুজ আহম্মেদ।
এলাকাবাসীরা জানান, ওই তিনজনই উপজেলা ‘চিহ্নিত’ মাদক ব্যবসায়ী। মাদকের একধিক মামলাও রয়েছে এ কারবারীদের নামে।
ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, ‘পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের জেল হাজাতে প্রেরণ করেছে।’