পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে জুয়াইরিয়া (৭) নামের এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের থনঞ্জুপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। মৃত শিশু ওই গ্রামের আবু জাফরের ছোট মেয়ে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, সে বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলছিলো।পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোজাখুজি করে। পরে বাড়ির সামনের পুকুর থেকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
মহিপুর থানার ওসি আবুল খায়ের বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।