etcnews
ঢাকাMonday , 22 May 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

শ্রেষ্ঠ ৪ টি ক্যাটাগরিতে পুরষ্কার পেলো কলাপাড়া থানা পুলিশ

etcnews
May 22, 2023 6:44 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ভালো কাজের স্বীকৃতি স্বরূপ এপ্রিল মাসের সামগ্রিক মূল্যায়নে পটুয়াখালী জেলা পুলিশের ৪ টি ক্যাটাগরীতে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন কলাপাড়া থানা পুলিশ। মূল্যায়নের ক্যাটাগরিতে শ্রেষ্ঠ থানা হিসেবে কলাপাড়া থানা, শ্রেষ্ঠ এসআই এবং তামিলকারী ও মাদক উদ্ধারকারী অফিসার এ দু’টি ক্যাটাগরিতে এসআই (নিঃ) মোঃ হুমায়ুন কবির ও শ্রেষ্ঠ এএসআই ক্যাটাগরিতে এএসআই (নিঃ) বিশ্বজিত কুন্ড এ পুরষ্কার লাভ করেন। রবিবার (২১ মে) বিকেলে পটুয়াখালী জেলা পুলিশ সুপার কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠত্বের পুরষ্কার হিসেবে ক্রেষ্ট হাতে তুলে দেন জেলা পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম। এসময় পটুয়াখালী জেলার সকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাগনসহ পুলিশ সুপার কার্যালয়ের অন্যান্য অফিসারগন উপস্থিত ছিলেন।

ভালো কাজের প্রতিদান স্বরুপ পুরষ্কার হাতে পেয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পটুয়াখালী জেলা পুলিশ সুপার মান্যবর মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, স্যারকে। ভালো কাজের স্বীকৃতি, যে কোন ভালো কাজের অনুপ্রেরণা যোগায়। এই স্বীকৃতিতে কলাপাড়া থানা পুলিশের কার্যক্রম আরো বেগবান হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।