মাগুরা প্রতিনিধি।। মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় সাধারণ প্রশাসনের আওতায় উপ-প্রশাসনিক কর্মকর্তা ও সহকারী প্রশাসনিক কর্মকর্তা পদে-৭জন নিয়োগ এবং যোগদান করেছেন।
এরা হলেন মোঃ আশিকুর রহমান (উপ-প্রশাসনিক কর্মকর্তা),বি.এম.নাঈমুজ্জামান (উপ-প্রশাসনিক কর্মকর্তা),প্রিয়াংকা খাতুন (উপ-প্রশাসনিক কর্মকর্তা),
মোঃ মনজুরুল হক(সহকারী প্রশাসনিক কর্মকর্তা),
অনিক কুমার বিশ্বাস আগুন (সহকারী প্রশাসনিক কর্মকর্তা),পলাশ কুমার (হিসাব সহকারী),ও মোঃ আবুল খায়ের (হিসাব সহকারী)।
গত ২৮ ডিসেম্বর এ সকল কর্মকর্তারা উক্ত পদে যোগদান করেন এসময় মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ তাদেরকে ফুলের শুভেচ্ছা জানান।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।