etcnews
ঢাকাMonday , 25 December 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

কালিয়াকৈরে স্কাউটস আয়োজিত সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপন এবং ভিডিও এডিটিং প্রশিক্ষণ কোর্স শেষ হলো

etcnews
December 25, 2023 9:38 am
Link Copied!

কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ স্কাউটসের আয়োজনে সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপন এবং ভিডিও এডিটিং বিষয়ক ৪দিন ব্যাপী ২টি প্রশিক্ষণ কোর্স শেষ হযেছে। প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে ৪দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কোর্স ২টি সমাপ্তি ঘোষান করেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং)মীর মোহাম্মদ ফারুক।

আজ রবিবার (২৪ ডিসেম্বর) বিকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে এউপলক্ষ্যে বাংলাদেশ স্কাউটসের পরিচালক স্বপন কুমার দাসের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে অন্যান্যের মাঝে রিসোর্সপার্সন সালাহুদ দিন আহমদ ও গোলাম সারোয়ার,বাংলাদেশ স্কাউটসের পরিচালক(জনসংযোগ ও মার্কেটিং)এএইচ এম শামসুল আজাদ, ভিডিও এডিটিং কোর্স সমন্বয়ক আরমান হোসেন বক্তব্য রাখেন।

প্রধান অতিথীর বক্তব্যে বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ কমিশনার (জনসংযোগ ও মার্কেটিং)মীর মোহাম্মদ ফারুক বলেন, স্কাউটিংয়ের আলো ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া এবং নানামূখি কারিগরী প্রশিক্ষণ দিয়ে দক্ষ জন সম্পদ তৈরী করার লক্ষ্যে বাংলাদেশ স্কাউটস এই কোর্স দুটি প্রায় নিয়মিত আয়োজন করে থাকে। এসময় বাংলাদেশ স্কাউটসের উপ পরিচালক সত্য রঞ্জন বর্মণ উপস্থিত ছিলেন।

কোর্স দুটিতে সারাদেশের ১০০শত জন রোভার স্কাউট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্কাউট কর্মকর্তা যোগদান করেন। এসব কোর্সে রিসোর্সর্প্সান ছিলেন, সিনিয়র সংবাদ উপস্থাপক দেওয়ান সাইদুল হাসান ও সালাহুদ দিন আহমদ, বাচিক প্রশিক্ষক গোলাম সারোয়ার, বৈশাখী টেলিভিশনের ক্যামেরা বিভাগের প্রধান এহসান খাঁন,দেশ টেিেলভিশনের সংবাদ উপস্থাপক রাবেয়া ইসলাম প্রমূখ। গত ২১ ডিসেম্বর কোর্স দুটি শুরু হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।