etcnews
ঢাকাMonday , 11 December 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

মহম্মদপুরে বিভিন্ন মামলায় আদালতের ওয়ারেন্ট ভুক্ত১২জন আটক

etcnews
December 11, 2023 1:25 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি।। মাগুরার মহম্মদপুরে বিভিন্ন মামলায় আদালতের ওয়ারেন্ট ভক্ত ১২জনকে আটক করেছে থানা পুলিশ।রবিবার দিনগত রাতে উপজেলা বিভিন্ন এলাকায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এদেরকে আটক করে। আটকৃতরা হচ্ছে,শাহাজাহান মোল্যা পিং মোঃ কুদ্দুস মোল্যা, গ্রাম-নিখরহাটা,আমেনা খাতুন,পিং-আকতার কাজী, গ্রাম কুমরুল,মোঃ আকতার কাজী,পিং-আঃ হাকিম কাজী,গ্রাম কুমরুল,বিল্লাল কাজী, পিং- আকতার কাজী,গ্রাম কুমরুল, মোঃ সাহেব আলী, পিং-মৃত মোজাম শেখ,গ্রাম নাগড়া, আবু বক্কার মোল্যা, পিং-জিন্নাত আলী মোল্যা,গ্রাম খালিয়া,মোঃ সিরাজুল ইসলাম,পিতা-আঃ হক মোল্যা গ্রাম শড়াবাড়িয়া,মোঃ খোকন মোল্যা,পিং-আঃ হক মোল্লা,গ্রাম-শড়াবাড়িয়া, পিকুল,পিং-জয়নাল বিশ্বাস,গ্রাম রাজপাট মোঃ ইসমাইল মন্ডল,পিং-মৃত ইউনুচ মন্ডল,গ্রাম গোবরনাদা, কামাল,পিং-জয়নাল,গ্রাম রাজপাট জাবিউল্লাহ, পিং-মাজেদ মৃধা,গ্রাম চৌবাড়ীয়া,থানা-মহম্মদপুর,জেলা-মাগুরা। এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পরিদর্শক বোরহান উল ইসলাম জানান,,আদালতের ওয়ারেন্ট ভুক্ত বিভিন্ন মানলায় আটক ১২ জনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।