সৈয়দ সাজন আহমেদ রাজু: টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভায় বিলাশপুর গ্রামে জমি দখলকে কেন্দ্র করে গত কাল ১নভেম্বর ২০২৩ ইং রাতে ভূমিদস্যুরা জমি দখলের চেষ্ঠা করে। এ ঘটনায় বিলাশপুর গ্রামের প্রভাবশালী ডাক্তার আলতাফ হোসেনকে রাতেই গ্রেফতার করেছে ধনবাড়ী থানা পুলিশ। ধনবাড়ী থানা পুলিশ বাদী হয়ে প্রভাবশালী ডাক্তার আলতাফ হোসেনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। প্রভাবশালী ডাক্তার আলতাফ হোসেনকে ধনবাড়ী থানা পুলিশ টাঙ্গাইল কোর্টে পাঠালে আদালত প্রভাবশালী ডাক্তার আলতাফ হোসেনকে জেল হাজতে প্রেরণ করেণ।
ঘটনায় জানাযায় ধনবাড়ী পৌরসভায় সাবেক কাউন্সিলর মোঃ মাসুদ রানার সাথে একই গ্রামের বিলাশপুর গ্রামে প্রভাবশালী ডা: আলতাব হোসেন এর সাখে দীর্ঘদিন যাবৎ ‘জমি নিয়ে টাংগাইল আদালতে বেশ কয়েটি মামলা চলে আসছে। এমন অবস্থায় প্রভাবশালী ডাক্তার আলতাফ হোসেন তার লোকজন নিয়ে বিরোধ কৃত জমির মধ্য রাতের আধারে ট্রাকট্রর দিয়ে মাটি ভরাট করার চেষ্ঠা করে। এমন সময় মামলার বাদী ধনবাড়ী পৌরসভায় সাবেক কাউন্সিলর মোঃ মাসুদ রানা ঘটনাটি জাতীয় সেবা ৯৯৯ লাইনে কল দিয়ে জানালে ধনবাড়ী থানা পুলিশ ঘটনার স্থলে গিয়ে বিষয়টি আদালতের মাধ্যমে সমাধান করার কথা বলায় ডাক্তার আলতাফ হোসেন ও তার লোকজন পুলিশের সাথে অসৎ আচরন করেন। এমন আচরনের ও আদালতের আদেশ অমান্য করে রাতের আধারে জমি দখলের চেষ্ঠার অভিযোগে রাতেই ডাক্তার আলতাফ হোসেনকে পুলিশ গ্রেফতার করে। পরে ধনবাড়ী থানা পুলিশ বাদী হয়ে প্রভাবশালী ডাক্তার আলতাফ হোসেনকে আসামি করে থানায় মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ধনবাড়ী পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ মাসুদ রানা জানান,পিতার সম্পত্তি হিসাবে দীর্ঘদিন ধরে নিজ জমি চাষাবাদ করাসহ বিনোদন কেন্দ্র হিসাবে ব্যবহার করে আসছেন। কিছুদিন আগে ওই জমিতে স্থানীয় ভূমিদস্যুদের নজর পড়ে।
ধনবাড়ী পৌরসভার বিলাশপুর গ্রামের প্রভাবশালী ডাক্তার আলতাফ হোসেন এর বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় একাদিকবার নানা ধরনের খবর প্রচারিত হলেও এইবার প্রথম তার হাজত বাস বলে দাবি স্থানীয় এলাবাসীর।