etcnews
ঢাকাThursday , 4 May 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় গ্রিডে যুক্ত হলো পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ

etcnews
May 4, 2023 7:30 am
Link Copied!

পটুয়াখালীর কলাপাড়ায় দেশের অন্যতম বৃহৎ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট বাণিজ্যিক ভাবে উৎপাদন শুরু করেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় এ ইউনিট থেকে জাতীয় গ্রিডে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানান গেছে, উৎপাদনে যাওয়ার আগে সফলভাবে সকল পরীক্ষা-নিরীক্ষা করে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিসিপিসিএল’র উপ বিভাগীয় প্রকৌশলী মো. পিঞ্জুর রহমান। নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লি: এবং চীনের ন্যাশনাল মেশিনারি পোর্ট অ্যান্ড ইম্পোর্ট কোম্পানি- সিএমসি’র যৌথ মালিকানায় কলাপাড়ায় পায়রা বিদ্যুৎ কেন্দ্র এলাকায় দু’টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ৬৬০ মেগাওয়াট করে উৎপাদন করার ক্ষমতা রয়েছে। যার একটি বৃহস্পতিবার বিকাল উৎপাদন শুরু করেছে। দেশের সব চেয়ে বড় কয়লাভিত্তিক ওই বিদ্যুৎকেন্দ্র থেকে  মোট ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে।

আমদানি করা কয়লার মাধ্যমে চলবে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র। আগামী মাসে দ্বিতীয় ইউনিটি উৎপাদনে আসবে। এখানকার উৎপাদিত বিদ্যুৎ প্রথমে গোপালগঞ্জ যাবে। এরপর দেশের অন্যান্য জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হবে। আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তিতে নির্মাণ করা হয়েছে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র। চলতি বছরের ১৩ জানুয়ারি পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলক ভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।

তিনি আরও জানান, করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে এটি একটি বড় সুখবর। প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই আমরা কাজ শেষ করতে পেরেছি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।