পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ৯ টায় পটুয়াখালীর নার্সিং ইনস্টিটিউট অডিটরিয়ামে আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল’র তত্ত্বাবধায়ক ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা। এতে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ মোসাম্মৎ রওশন আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সিভিল সার্জন ডাঃ এস.এম. কবির হাসান। এসময় ওই প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, সমগ্র বিশ্বে প্ৰতিবছর ১২ মে তারিখে এ দিবসটি পালন করা হয়। ১৮২০ সালের এই তারিখে আধুনিক নার্সিং পরিষেবার পথপ্রদৰ্শক ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্ম হয়েছিল। ফ্লোরেন্স নাইটিঙ্গেল (মে ১২, ১৮২০ – আগস্ট ১৩, ১৯১০) ছিলেন আধুনিক নার্সিং সেবার অগ্রদূত, একজন লেখিকা এবং পরিসংখ্যানবিদ। যিনি দ্যা লেডি উইথ দ্যা ল্যাম্প নামে পরিচিত ছিলেন।
এই দিবস পালনের মাধ্যমে সম্মান জানানো হয় সেই নারীকে যিনি তার কর্মের মাধ্যমে প্রতিষ্ঠা করেছেন – নার্সিং একটি পেশা নয় সেবা। ১৯৭৪ সালের জানুয়ারি মাসে, ১২ মে দিনটি উদযাপনের জন্য নির্বাচিত হয় কারণ এটি আধুনিক নার্সিংয়ের প্রতিষ্ঠাতা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ’।