আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিবসটি পালন করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ’। এ উপলক্ষে শুক্রবার সকালে ঢাকার পান্থপথে বিআরবি হসপিটালস লিমিটেড এর উদ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিআরবি হসপিটালস লিমিটেড’র প্রধান নির্বাহী কর্মকর্তা ও পিএসসি (অবসরপ্রাপ্ত) কর্ণেল হুসাইন ফারুখ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিআরবি হসপিটালস লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক. ডা. মো. মোফাজ্জেল হোসেন (লে. কর্ণেল অব:), বাংলাদেশ রেনাল এসোসিয়েশনের প্রেসিডেন্ট স্বনামধন্য কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো: নিজামউদ্দিন চৌধুরী, স্বনামধন্য নরমাল ডেলিভারি বিশেষজ্ঞ ডা. কাজী ফয়েজা আক্তার।
উল্লেখ্য, আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষ্যে প্রতি বছর বিশ্বব্যাপী ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হয়।