etcnews
ঢাকাMonday , 8 May 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা পূর্নবহালের দাবিতে আলোচনা সভা

Link Copied!

বঙ্গবন্ধু ঘোষিত ৩০% মুক্তিযোদ্ধার কোটা পূর্ণবহাল করার দাবিতে বরিশাল সার্কিট হাউজে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার শেষ বিকালে বরিশাল বিভাগের সকল জেলা থেকে মুক্তিযোদ্ধার সন্তানরা হাজির হয় বরিশাল সার্কিট হাউজে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিট’র সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ’র সভাপতি মন্ডলীর সদস্য, সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ’র আহ্ববায়ক ও সাবেক নৌপরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খাঁন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাংলাদেশ শ্রমিক ফেডারেশন ও সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ বীর মুক্তিযোদ্ধা জনাব ওসমান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা সংসদ বীর মুক্তিযোদ্ধা লায়ন এ.বি.এম. সুলতান আহমেদ। অন্যান্যের মধ্যে বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন আকন্দসহ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোসাঃ হামিদা বেগম, যুগ্ম সম্পাদক মোঃ আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুরুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম, মোঃ কামাল হোসেন, আইন ও সংসদ বিষয়ক সম্পাদক সৈয়দ শহিদুল ইসলাম, খন্দকার আজাদ সহ আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান খান এমপি বলেন, ৩০% মুক্তিযোদ্ধার কোটা কোন দান নয় এটা অধিকার। এই অধিকার আদায় সবাইকে সোচ্চার হতে হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।