চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মেসার্স তৈমুর ওয়েল নামে সরিষার তেল মিলের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ মে) সকালে দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ মিলের শুভ উদ্বোধন করা হয়। এ সময় রুহিয়ার ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেসার্স তৈমুর ওয়েল মিলের স্বত্বাধিকারী তরিকুল ইসলাম বলেন, ভোক্তাদের কথা চিন্তা করে আমি এই ঘানিভাঙ্গা সরিষার তেল মিলটি স্থাপন করলাম। ক্রেতাদের সন্তুষ্ট ও বিশ্বাসই আমাদের পুঁজি। খুচরা ও পাইকারী মূল্যে সরিষার তেল বিক্রি করা হবে। এখানে তেলের গুনগত মান ঠিক রাখতে সংগ্রহ করা সরিষাগুলোকে প্রথমে রোদে শুকানোর পরে ঘানিতে দিয়ে তেল তৈরী করা হবে। পরে তেলগুলো ফিল্টারিং করে বোতলজাত করা হবে। তেলের গুনগত মান ধরে রাখার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।