মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত(৩৫) যুবকের মৃত্যু হয়েছে। সোমবার(১০ জুলাই)কালিয়াকৈর উপজেলার (খাজারডেক) কালামপুর এলাকায় ভোর রাতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু হয়।
এলাকাবাসী সূত্রে জানাযায়, ভোর রাত চারটার দিকে রাজশাহী টু ঢাকা গামি ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়।এই রিপোর্ট লেখা পর্যন্ত তাহার কোন পরিচয় মিলেনি।মৃত্যু ব্যক্তির পরনে ছিল হালখা রংঙ্গের নোংরাযুক্ত পোশাক থাকায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত্যু ব্যক্তি মানসিক প্রতিবন্ধী ছিলো বয়স আনুমানিক (৩৫)।
উপজেলার কালামপুর এলাকায় ট্রেনের গেইট ম্যান আবুল কালাম আজাদ জানান, ভোর চারটার দিকে রাজশাহী থেকে ঢাকার দিকে ধুমকেতু এক্সপ্রেস ট্রেন গিয়েছে ধারণা করা হচ্ছে ওই ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু হতে পারে।