মাগুরা প্রতিনিধি: মাগুরায় দু-সপ্তাহে ডেঙ্গু রোগী ৪০ জন সনাক্ত হয়েছে। এ রোগীদের মধ্যে ২ জন চিকিৎসার জন্য ঢাকাতে পাঠানো হয়। ২৯ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ৯ জন ডেঙ্গু রোগী মাগুরা ও শ্রীপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ-ধরনের রোগ দেখা দেওয়ায় সবাই নিজ বাড়ীর আঙিনা- ঝোপঝাড় পরিস্কার এর পাশাপাশি মশারি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
জানাগেছে, জেলায় ডেঙ্গু প্রকোপ সদর ও শ্রীপুর উপজেলাতে রোগী সনাক্ত হয় । মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে এ পর্যন্ত সদর উপজেলার বিভিন্ন গ্রাম থেকে মোট ২৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। ২১ জনকে ইতোমধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে এখানে চিকিৎসা নিচ্ছেন ৩ জন। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১৬ জন রোগী সনাক্ত হয়েছে। এদের মধ্যে ১০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বাকি ৬ জন সেখানে চিকিৎসাধীন। মাগুরা সিভিল সার্জন ডাঃ শহীদুল্লাহ দেওয়ান জানিয়েছেন,, জেলার প্রতিটি হাসপাতালে আলাদা ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে। তাদের চিকিৎসায় স্থানীয় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা কাজ করে যাচ্ছেন। আক্রান্ত রোগীর সংখ্যা যাতে বৃদ্ধি না পায় সে বিষয়ে জেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি পৌরসভার থেকে বিভিন্ন এলাকায় মসক নিধন কার্যক্রম চালানো হচ্ছে।