বিশ্বজিৎ সিংহ রায়, মাগুরা: মাগুরার মহম্মদপুরে পলাশবাড়ীয়া ইউনিয়নের দরিদ্র ও অসহায় ৬ হাজার পরিবারের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে । উপজেলার নারিকেলবাড়ীয়া গ্রামের কৃতি সন্তান সৈয়দ সিকান্দার আলী, চেয়ারম্যান পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদ ও সদস্য সচিব বঙ্গবন্ধু পরিষদ মহম্মদপুর উপজেলা শাখা এর ব্যক্তিগত অর্থায়নে ৪ হাজার শাড়ী এবং ২ হাজার লুঙ্গি বিতরণ করা হয়। শনিবার সকাল থেকে দিনব্যাপী চেয়ারম্যানের নিজ বাড়িতে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পলাশবাড়য়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমাজ সেবক সৈয়দ সিকান্দার আলী । তিনি জানান, গরীব দুঃখী মানুষের জন্য প্রতিবছর ঈদে শাড়ী লুঙ্গি বিতরণ করে থাকি। অন্নবস্ত্র বাসস্থান- সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এ বস্ত্র বিতরণ। সকলে আমার জন্য দোয়া করবেন যাতে আগামীতে আপনাদের পাশে থাকতে পারি। এ-সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর ওদুদ, উপজেলার যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক নারী নেত্রী সায়রা আহমেদ কলি, মহিলা মেম্বর রিনা বেগম, আব্দুর রহিম, খলিল, বাহাউদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।