মোঃ মনিরুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে একটি যাত্রীবাহী ট্রলার ডুবির সংবাদ পাওয়া গেছে। শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সারে ৬টার দিকে উপজেলার বুড়াগৌরাঙ্গ নদীতে এই দুর্ঘটনা ঘটে। এতে সত্য দাস নামের একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। যাত্রীবাহী খেয়া ট্রলারটি ঘাসিরচর সংলগ্ন বুড়াগৌড়াঙ্গ নদীর বৈঠাভাঙা এলাকায় অতিরিক্ত ঢেউয়ের চাপে ডুবে যায়। এ সময়ে ট্রলারে ২জন যাত্রী এবং মালিক ও স্টাফ সহ আরও তিনজন ছিল। পাঁচজনের মধ্যে হতে ৪ জনকে উদ্ধার করার খবর পাওয়া গেছে। কিন্তু ট্রলার মালিক সত্য দাস এখনও নিখোঁজ বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে চরমোন্তাজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সজল কান্তি দাস জানান, গলাচিপা উপজেলার উলানিয়া বাজার থেকে রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজের চরআন্ডাগামী যাত্রীবাহী একটি ট্রলার ডুবে যায়। এখনও একজন নিখোঁজ আছেন, তাকে উদ্ধারের অভিযান চলছে।