কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া থানায় নব নিযুক্ত অফিসার ইনচার্জ মো. আলী আহম্মেদ’র যোগদান উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার রাত ৮ টার সময় কলাপাড়া থানা হলরুমে এ সভার আয়োজন করা হয়। এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেস ক্লাব’র সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সভাপতি সামসুল আলম, মেজবাহ উদ্দিন মান্নু, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক নেছার উদ্দিন আহম্মেদ টিপু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি মো. জাহিদ রিপন, রিপোর্টার্স ক্লাব’র সভাপতি এইচ.আর মুক্তা ও সাংবাদিক ক্লাব’র সভাপতি নীল রতন কুন্ডু নীলয়। এসময় কলাপাড়া প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক ক্লাব’র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাংবাদিকরা আইন-শৃঙ্খলা বিষয়ে সমাজের বিভিন্ন সমস্যা ও সমাধানের উপায় নিয়ে অফিসার ইনচার্জের সাথে মুক্ত আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলাপাড়া থানা ওসি (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান।