etcnews
ঢাকাThursday , 6 July 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

মাগুরায় পুলিশের পৃথক দুটি অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক-৩

etcnews
July 6, 2023 11:05 am
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাগুরায় পুলিশের পৃথক দুটি মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট নিয়ে দুই নারী মাদক ব্যবসায়ী সহ আটক-৩ জন।
এসময় ১২০০ শত পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম(বার) এর সার্বিক দিকনির্দেশনায় জেলাব্যাপী চলমান পুলিশ এর বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) তত্বাবধানে শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের এস আই মো. কামরুজ্জামান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালায়। মাগুরা সদরের শত্রুজিৎপুর ইউনিয়নের ধলহরা পূর্বপাড়া এলাকা থেকে বুধবার বিকালে ১২০০ শত পিচ ইয়াবা সহ মাগুরার সদরের ধলহরা পুর্বপাড়ার ছলেমান ফকিরের কন্যা সাবিনা আক্তার বিথি(২৫) ও কক্সবাজার জেলার মহেশখালীর কুতুবজুম নয়াপাড়া এলাকার বাসিন্দা মৃত আবুল কালামের কন্যা নাহিদা আকতার(২৬)কে হাতেনাতে আটক করে । উল্লেখ্য নাহিদা আকতার ইতিপূর্বে ২০২২ সালে এপ্রিল মাসে ১০৮৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বাকলিয়া থানায় আটক হয়ে কারাগারে যায়। জেল থেকে বেরিয়ে পুনরায় সে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে ।
উক্ত দুই মহিলা মাদক ব্যবসায়ী পরস্পর সহযোগে কক্সবাজার এলাকা থেকে মাদক এনে মাগুরা সহ বিভিন্ন স্থানে বিক্রয় করছে বলে জানা গেছে। অন্য একটি মাদক বিরোধী পৃথক অভিযানে মাগুরা সদর থানার এস আই মোঃ রইচ উদ্দীন নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বুধবার রাতে মাগুরা সদরের মাধবপুর এলাকা থেকে ওই গ্রামের মোঃ নবীর মুন্সীর ছেলে মাদক ব্যবসায়ী মোঃ সোজায়েত হোসেন (২৭) কে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করেছে পুলিশ। এ বিষয়ে মাগুরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানাগেছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।