কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে ফুফুর বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে এস এস সি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে। বুধবার (৫ জুলাই) দুপুরে উপজেলার চাপাইর ব্রিজের নিচে তুরাগ নদীতে চাচা নজরুল ইসলাম, নাদিম, তাওসিফ, জান্নাতুল, সিয়াম গোসল করতে নদীতে নামে। গোসলের একপর্যায়ে সিয়াম পানিতে ডুবে নিখোঁজ হয়।
এলাকাবাসী খোঁজাখুঁজির পর না পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে দেয় খবর পেয়ে ফায়ার সার্ভিস টঙ্গী থেকে ডুবুরী দল এসে নদীতে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ সিয়ামের উদ্ধার কাজ চলমান। এখনো ওই স্কুল ছাত্রকে খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী সাভার ব্যাংক কলোনি এলাকার শাহ আলমের ছেলে সিয়াম হোসেন (১৬)।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুর রহমান বিশ্বাস জানান, এখনো ওই স্কুল ছাত্রকে খুঁজে পাওয়া যায়নি।ওই স্কুল ছাত্রের উদ্ধারের জন্য কাজ চলছে।