কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে ইঞ্জিন ওভারহিটে পিকআপ ভ্যানে আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (৫ জুলাই) পৌরসভাস্থ খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ইঞ্জিন ওভারহিটে পিকআপ ভ্যানে আগুনের ঘটনা ঘটে। টাঙ্গাইল থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো ঠ(১১-৮৯-৫৭) পৌরসভাস্থ খাড়াজোড়া এলাকা পৌঁছালে ইঞ্জিন ওভারহিটের কারনে আগুনের ঘটনা ঘটে।
এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ত্রিরিশ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে পিকআপ ভ্যানে থাকা মালামাল ও পিকআপ ভ্যানটি পুড়ে যায়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আতোয়ার রহমান বলেল, পিকআপ ভ্যানে আগুনের খবর পেয়ে দুইটি ইউনিট প্রায় ত্রিরিশ মিনিট চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আসে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ণয় করা যায়নি।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।