etcnews
ঢাকাThursday , 6 July 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

কালিয়াকৈরে অটোরিকশা ছিনতাইকারীর ৫ সদস্য গ্রেপ্তার

etcnews
July 6, 2023 10:50 am
Link Copied!

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকা থেকে অটোরিকশা ছিনতাইকারী ৫ সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ জুলাই)ভোর রাতে অটোরিকশা ছিনতাইকারীর মূলহোতা আলহাজ খন্দকার সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তার কৃতব্যাক্তিরা হলো, সিরাজগঞ্জের উল্লাপাড়ার বদু খন্দকারের ছেলে, আলহাজ হোসেন, উপজেলার বামনদহ এলাকার সালমা বেগম,একই উপজেলার মেসির উদ্দিনের ছেলে, হাশেম শিকদার, জামালপুরের বকশীগঞ্জের আবুল হোসেনের ছেলে, মোশারফ হোসেন, রংপুর মিঠাপুকুরের ইউসুফ আলীর ছেলে জেনারুল হক।
পুলিশ সূত্রে জানায়, গত( ৩ জুন) চন্দ্রা থেকে একটি অটোরিকশা ভাড়া করে বামনদহ এলাকায় গরু কেনার কথা বলে সালমা আক্তারের বাড়ি নিয়ে যায় ছিনতাইকারীরা। বাড়িতে পৌছালে সালমাসহ ছিনতাইকারী ৪ সদস্য মিলে জুস প্রান করিয়ে অজ্ঞান করে অটোরিকশা কৌশলে নিয়ে যায়। কয়েক ঘন্টা পর অটোরিকশা চালক ফয়সালের জ্ঞান ফিরলে অটোরিকশা না পেয়ে ডাক- চিৎকার করতে থাকে। পরে বাড়ির আশপাশের থাকা লোকজন এগিয়ে আসে। অটোরিকশা চালক ফয়সাল কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগ পেয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ সালমা আক্তারসহ ছিনতাইকারীদের গ্রেপ্তার করে।
কালিয়াকৈর থানার( ওসি) আকবর আলী খাঁন বলেল তথ্য প্রযুক্তি ব্যবহার করে অটোরিকশা ছিনতাইকারীর ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।