মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে কাভার্ড ভ্যানের চাপায় ২ জন গুরুতর আহত এবং এ দুর্ঘটনায় মোট আহত-৪ । সূত্র জানায়, লোহাগড়া কালীগঞ্জ বাজার হয়ে নীল রংয়ের একটি কাভার্ড ভ্যান কালিশংকরপুর সড়কের স্লুইসগেট নামক এলাকায় এসে কালিশংকরপুর গ্রামের মৃত আবু মোল্যার পুত্র মাহাবুর রহমান (৪০ ) নামের এক ব্যক্তিকে চাপা দেয়। স্থানীয়রা গাড়িটি আটকানোর চেষ্টা করলে গাড়িটি দ্রুত চলে যায় । পরে কালিশংকরপুর নতুন বাজার এলাকায় এসে ওই গ্রামের মৃত সোনাউল্লার পুত্র কাবুল মোল্যা (৫০) কে চাপা দেয়। একপর্যায়ে এলাকাবাসী গাড়িটিকে আটকানোর চেষ্টা করলে গাড়িটি দ্রুত টেনে চলে যায়। খবর জানতে পেরে যশোবন্তপুর পশ্চিম পাড়া রাজু বিশ্বাস এর বাড়ির সামনের সড়কে মিজানুর বিশ্বাস (৩৮) নামের এক জন কাভার্ড ভ্যানটিকে আটকানোর চেষ্টা করলে ঘটনা স্থানে তাকে পিষ্ট করে গাড়িটি চলে যায়। এ সময় যশোবন্তপুর গ্রামের আকরাম মোল্লা নামের আরো একজন আহত হয়। কাভার্ড ভ্যানটি উপজেলার ঝামা বাজার এলাকায় পৌছালে স্থানীয় লোকজন চালক সোহেল রানা (২৪) সহ গাড়িটি আটক করে। চালককে মারপিট এবং গাড়িটি ভাংচুর করে। সংবাদ পেয়ে মহম্মদপুর থানা পুলিশ ঘটনা স্থানে এসে গাড়ীর চালক সোহেল রানা সহ গাড়িটিকে আটক করেছে।
গুরুতর আহত মিজানুর বিশ্বাস কে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া হয় সেখানে তার অবস্থার অবনতি দেখা দিলে। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়। এছাড়া গুরুতর মাহাবুর রহমান কে লোহাগড়া এলাকায় এবং বাকিদের অন্যান্য স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানাগেছে । বুধবার সকালে উপজেলার কালিশংকরপুর, যশোবন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিজানুর বিশ্বাস যশোবন্তপুর গ্রামের ইয়াছিন বিশ্বাসের ছেলে। গাড়ী চালক সোহেল রানার বাড়ি নড়াইল লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ছাইমনার চর,সে ওই গ্রামের দাউদ মোল্লার পুত্র।
এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায়,, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাড়ি ও চালক কে আটক করা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।