মাগুরা প্রতিনিধি: মাগুরার শালিখা থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শতখালী ইউনিয়নের হরিশপুর পশ্চিমপাড়া খানপুর খেয়াঘাট সংলগ্ন এলাকায় ১টি বিদেশী পিস্তল, ম্যাগাজিন সহ ও এক রাউন্ড তাজা গুলিসহ ৩ কিশোরকে আটক করেছে।আটককৃতরা হচ্ছে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার খানপুর গ্রামের ইয়াসির আরাফাত (১৯), জিসান মোল্যা (১৮) এবং একই উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামের মাহিম খাঁন মিরাজ (১৯)।
পুলিশ জানায়, খেয়াঘাটে বাগানের মধ্যে ওই তিন কিশোর মাদক সেবন করছিল। এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানালে সোমবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় ইয়াসির আরাফাতের শরীর থেকে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
অবৈধ আগ্নেয়াস্ত্রসহ তিন কিশোরকে আটক করে পুলিশ। এ বিষয়ে শালিখা থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।