পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ ফুটবল টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেল ৪ টায় তেগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল খান ও ৪ নং মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. মেজবাহউদ্দিন খান দুলাল। টুর্নামেন্টে ৪ নং মিঠাগঞ্জ ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে দল দেয়া হয়েছে। প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্যরা নিজ নিজ দায়িত্ব নিয়ে দল গঠন করে খেলায় অংশগ্রহণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহিদুল ইসলাম বশির খান ও মিঠাগঞ্জ ইউনিয়নের সকল ওয়ার্ডের ইউপি সদস্যরা। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত কলাপাড়া থানা পুলিশের নিরাপত্তার চাদরে ঢাকা ছিল।
খেলার শুভ উদ্বোধন করে মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান মো.মেজবাহ উদ্দিন খান দুলাল বলেন, ক্রিড়ার সাথে ছোট বেলাই যুক্ত ছিলাম। যুব সমাজকে মাদক ও ফ্রী ফায়ার, পাবজি গেম থেকে ফিরিয়ে আনার জন্য এই ক্রিড়া চলমান থাকবে। আমি সব সময় ক্রিড়া প্রেমীদের সর্বক্ষণিক সহযোগিতা করে যাব।
উল্লেখ্য, টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ২ নং ওয়ার্ড মধুখালী বনাম ৬ নং ওয়ার্ড তেগাছিয়া একাদশ দল অংশগ্রহণ করেন।