মাগুরা প্রতিনিধি: মাগুরা মহম্মদপুরে পুলিশের পৃথক অভিযানে ১০৬ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। মাগুরা মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের ফলসিয়া গ্রাম থেকে রোববার রাতে ৯০ পিস ইয়াবাসহ মোঃ সবুজ রানা (৩০) নামের এক যুবককে আটক করেছে মাগুরার ডিবি পুলিশ। আটককৃত সবুজ রানা মাগুরা জেলার আলোকদিয়া এলাকার মোঃ সেলিম মোল্যার ছেলে।
পুলিশ জানায়, সবুজ রানা দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় করে আসছিল এমন গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রয়ের সময় তাকে হাতেনাতে ধরে ফেলে। এ সময় তার শরির তল্লাশি করে তার কাছ থেকে ৯০ পিস ইয়াবা পায়।
অন্যদিকে মহম্মদপুরের জাঙ্গালীয়া এলাকা থেকে পুলিশের এস আই রাকিব ও এস আই বাদশা জান্নাতুল ফেরদৌস বাদশা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা সহ তিনজনকে আটক করে। আটককৃতরা হলেন জুয়েল রানা খান (২৫), শাহাবুব মোল্লা (৩২) ও বাবুল খান (৩২)। আটককৃত জুয়েল রানা বড়রিয়া এলাকার মন্নু শিকদারের ছেলে, শাহাবুব মোল্লা বড়রিয়া এলাকার আবির হোসেনের ছেলে ও বাবুল খান মহম্মদপুর উপজেলা সদরের বাওইজানী এলাকার আব্দুল ওহাবের ছেলে ।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ অসিত কুমার রায় বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল এমন গোপন সংবাদের ভিক্তিতে ডিবি পুলিশের একটি টিম ও মহম্মদপুর থানার একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।