প্রথম বাংলাদেশি এবং বিশ্বের দ্বিতীয় ব্যক্তি হিসেবে সাইকেলে নেপালের অন্নপূর্ণা বেস ক্যাম্পে (এবিসি) পৌঁছে রেকর্ড গড়েছেন মো. তোজাম্মেল হোসাইন। বুধবার (২ এপ্রিল) নেপালের স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে সাইকেলসহ এবিসিতে পৌঁছায় তোজাম্মেল।
বুধবার বেলা ১১টার দিকে সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টে তোজাম্মেল এ তথ্য জানিয়েছেন।
তোজাম্মেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ৪২তম ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে রাজউক উত্তরা স্কুল ও কলেজে শিক্ষকতা করছেন।
অন্নপূর্ণা বেস ক্যাম্পে পৌঁছে বাংলাদেশের পতাকা উত্তোলনকৃত ছবি পোস্ট করে তোজাম্মেল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! বিশ্ব রেকর্ড! আল্লাহর অশেষ রহমতে, প্রথম বাংলাদেশি এবং বিশ্বের মাত্র দ্বিতীয় ব্যক্তি হিসেবে Annapurna Base Camp (ABC)-এ সাইকেল নিয়ে সামিট করেছি! আজ নেপালের স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটে আমি সাইকেলসহ ABC-তে পৌঁছাই, যা আমার জীবনের অন্যতম বড় অর্জন।’