etcnews
ঢাকাSaturday , 5 April 2025
  1. আইন-আদালত
  2. ইসলাম
  3. ক্যাম্পাস
  4. জাতীয়
  5. প্রযুক্তি
  6. বানিজ্য
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. সোশ্যাল মিডিয়া
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

etcnews
April 5, 2025 4:28 am
Link Copied!

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটির তথ্য মতে, ইসলামি ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছরের ৬ জুন ঈদুল আজহা হবে বলে আশা করা হচ্ছে।প্রতিষ্ঠানটি বলছে, হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ আগামী ২৭ মে সন্ধ্যায় দেখা যাবে বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে ২৮ মে হবে জিলহজ মাসের প্রথম দিন। সে হিসেবে মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, সংযুক্ত আরব আমিরাতে জিলহজের চাঁদ উঠবে ২৭ মে সকাল ৭টা ২ মিনিটে। ওইদিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে। এতে অর্ধচন্দ্রটি সহজেই দেখা যাবে। জ্যোতির্বিদদের এ তথ্য সঠিক হলে ৫ জুন হবে আরাফাতের দিন যা পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এরপরের দিন পালিত হবে পবিত্র ঈদুল আজহা। যদি ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা যায় তাহলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপিত হবে ৭ জুন। যেহেতু বাংলাদেশ মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ হয়, সে হিসেবে এখানে ৭ অথবা ৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।