ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল নওরীন উর্মিকে ধর্ষণের পর হত্যার হুমকি দেওয়া হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) ওই নেত্রীর ফেসবুকের ইনবক্সে ধর্ষণ ও হত্যার হুমকি দিয়ে একাধিক মেসেজ পাঠানো হয়। পাশাপাশি তাকে অশ্রাব্য ভাষায় গালাগালও করা হয়েছে।কেন্দ্রীয় ওই নেত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় ও বরিশাল মহানগর নেতাদের সাম্প্রতিক কিছু বিতর্কিত ঘটনার সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেন উর্মি। এই পোস্ট দেওয়ার পরই ফেসবুকের কমেন্ট ও ইনবক্সে তাকে ব্যক্তিগতভাবে ক্রমাগত আক্রমণ করা হচ্ছে।
তবে শুক্রবার সেই আক্রমণ একেবারে মাত্রা ছাড়িয়ে যায়। এদিন তার পোস্টের কমেন্টে ‘সজীব সরকার’ ও ‘মোহন হোসেন রিজওয়ান’ নামের দুটি আইডি থেকে অশ্রাব্য ভাষায় গালাগাল করার পাশাপাশি ধর্ষণের হুমকি দেওয়া হয়।উর্মির দাবি, ‘সজীব সরদার’ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনসিপি নেতা এবং বিশ্ববিদ্যালয়ের ইনভায়রনমেন্ট ও ডিজাস্টার ম্যানেজমেন্টের ছাত্র। যেটি তার ফেসবুক প্রোফাইলেও উল্লেখ রয়েছে। অন্যদিকে ফেসবুক প্রোফাইলের বায়োর বরাত দিয়ে মোহন হোসেন রিজনকেও এনসিপির সঙ্গে জড়িত বলে দাবি করেছেন উর্মি।