etcnews
ঢাকাSaturday , 29 March 2025
  1. আইন-আদালত
  2. ইসলাম
  3. ক্যাম্পাস
  4. জাতীয়
  5. প্রযুক্তি
  6. বানিজ্য
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. সোশ্যাল মিডিয়া

তারেক রহমানের হাতে ‘তথ্যপ্রযুক্তির অগ্রদূত বেগম খালেদা জিয়া’

etcnews
March 29, 2025 10:57 am
Link Copied!

‘তথ্যপ্রযুক্তির অগ্রদূত বেগম খালেদা জিয়া’ বইটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ ) লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে বইটি তুলে দেন বইয়ের লেখক কম্পিউটার ইঞ্জিনিয়ার, ডিজিটাল উদ্যোক্তা ও সাংবাদিক রাজীব হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান জামান, বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, লেখক ও সাংবাদিক ড. সালেহ শিবলী প্রমুখ।

‘তথ্যপ্রযুক্তির অগ্রদূত বেগম খালেদা জিয়া’ বইটিতে বেগম খালেদা জিয়ার হাত ধরে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা সূত্রসহ তুলে ধরা হয়েছে। বইয়ের ভূমিকা লিখেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। অমর একুশে বইমেলা ২০২৫-এ বইটি প্রকাশিত হয় প্রতিভাষা প্রকাশন থেকে।

কুমিল্লা জেলাধীন বরুড়া উপজেলার সন্তান রাজীব হাসান বইটি সম্পর্কে বলেন, ‘বাংলাদেশে তথ্যপ্রযুক্তির ব্যাপক পরিচিতি ঘটে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাত ধরে, তৎকালীন বিএনপি শাসনামলে। ২০০১ সালে জোট সরকারের আমলে নেওয়া অনেকগুলো কর্মসূচির ধারাবাহিকতাই পরবর্তীতে রক্ষা করা হয়। অথচ ইতিহাস থেকে সেসব বাদ দেওয়ার নানা প্রচেষ্টা আমরা দেখেছি। কিন্তু চাইলেই ইতিহাস বদলে দেওয়া যায় না। আমি এই বইয়ের মাধ্যমে ইতিহাসের সেই বিশেষ দিকে আলোকপাত করার চেষ্টা করেছি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।