ভূমিকম্পের পর মিয়ানমারে শত শত মানুষ নিহত হওয়ার শঙ্কা করা হচ্ছে। এছাড়া বেশ কয়েকটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।
মিয়ানমারের মান্ডালে ভিত্তিক উদ্ধার দলের একজন সদস্য বিবিসিকে জনান, ভূমিকম্পে মৃতের সংখ্যা এখনও জানা যায়নি। কিন্তু এটি অন্তত কয়েক শতাধিক হবে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, দুপুরের দিকে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৭ এবং এটি ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরতায় সংঘটিত হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল মিয়ানমারের মান্ডালে শহর থেকে প্রায় ১৭.২ কিলোমিটার দূরে, যেখানে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।