ডেস্ক রিপোর্ট:পবিত্র মাহে রমজান উপলক্ষে আমতলী এস.এস.সি ২০১৩ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বন্ধুদের প্রাণবন্ত অংশ গ্রহণে শনিবার (২৯ মার্চ) ঐতিহ্যবাহী আমতলী সরকারি একে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। পুরো আয়োজনটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। ইফতারের আগে শিক্ষার্থীরা নিজেদের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা ভাগ করে নেন এবং ব্যাচের বিভিন্ন স্মৃতিচারণ করেন।অনুষ্ঠানের শেষে সবাই তাদের বন্ধুত্ব এবং ব্যাচের ঐতিহ্য ধরে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিত করার আশাবাদ ব্যক্ত করেছেন অংশগ্রহণকারীরা।অনুষ্ঠানে বন্ধুদের সকলের ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করা হয়।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।