এশিয়ার দেশগুলোর ভবিষ্যৎ ও সমৃদ্ধি নিশ্চিত করতে একটি পরিষ্কার রোডম্যাপ তৈরির আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সাথে গভীরভাবে জড়িত।
আজ (২৭ মার্চ) চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) সম্মেলনে প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে এ বিষয়টি তুলে ধরেন।
এছাড়া তিনি এশিয়ার জন্য একটি টেকসই অর্থায়ন ব্যবস্থা গঠনের গুরুত্বও উল্লেখ করেন, যা ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়ক হবে। বাণিজ্য সহযোগিতা বৃদ্ধি এবং কৃষি ক্ষেত্রেও প্রযুক্তিভিত্তিক সমাধান নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, এশিয়াকে একটি শক্তিশালী প্রযুক্তিগত ইকোসিস্টেম গড়ে তুলতে হবে, যা পুনরুদ্ধারমূলক, বিতরণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক হবে।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।