etcnews
ঢাকাThursday , 20 March 2025
  1. আইন-আদালত
  2. ইসলাম
  3. ক্যাম্পাস
  4. জাতীয়
  5. প্রযুক্তি
  6. বানিজ্য
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. সোশ্যাল মিডিয়া

‘সংস্কার’ এর তুলনায় ‘নির্বাচন’ নিয়ে মানুষের বেশি আগ্রহ: গবেষণা

etcnews
March 20, 2025 4:49 am
Link Copied!

বাংলাদেশের মানুষ সংস্কারের তুলনায় নির্বাচন নিয়ে প্রায় ৩.৫ গুণ বেশি অনুসন্ধান করছে বলে এক গবেষণায় উঠে এসেছে। স্ট্র্যাটেজি এন্ড পলিসি ফোরামের (SPF) এই গবেষণায় দেখা গেছে, গত তিন মাসে (১৮ ডিসেম্বর, ২০২৪ থেকে ১৮ মার্চ, ২০২৫) গুগল সার্চ ট্রেন্ড অনুযায়ী বাংলাদেশি ইন্টারনেট ব্যবহারকারীদের ৭৭.৭% অনুসন্ধান নির্বাচন সংক্রান্ত, যেখানে সংস্কার নিয়ে অনুসন্ধানের হার মাত্র ২২.৩%।

গবেষণা প্রতিবেদন অনুযায়ী, মানুষের আগ্রহের এই পার্থক্য রাজনীতির বর্তমান প্রেক্ষাপট ও আসন্ন নির্বাচন কেন্দ্রিক আলোচনার কারণে বলে ব্যাখ্যা করা হচ্ছে।

স্ট্র্যাটেজি এন্ড পলিসি ফোরামের পরিচালক (গণসংযোগ) মাহবুব নাহিদ বলেন, “বাংলাদেশে সাধারণ মানুষ রাজনৈতিক সংস্কারের চেয়ে নির্বাচনকেই বেশি গুরুত্ব দিচ্ছে। এর অন্যতম কারণ হলো মানুষ বিশ্বাস করে যে একটি দেশের এগিয়ে যাওয়ার প্রধান শর্ত হচ্ছে গণতন্ত্র”

স্ট্র্যাটেজি এন্ড পলিসি ফোরামের আরেকজন পরিচালক (প্রশাসন) ইঞ্জিঃ আসিফ হোসেন রচি মনে করেন “দেশে রাজনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা থাকলেও তা নির্বাচনের সাথে কখনোই সাংঘর্ষিক না। সংস্কার একটি চলমান প্রক্রিয়া”

গবেষণাটিতে গুগল সার্চ ট্রেন্ড ডেটা ব্যবহার করে বিশ্লেষণ করা হয়, যেখানে প্রতিদিনের অনুসন্ধানের হার তুলনা করা হয়েছে। সংস্থাটি মনে করে, এই গবেষণা রাজনৈতিক দলগুলোর জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিতে পারে, বিশেষত যারা জনমতের ভিত্তিতে নীতি নির্ধারণ করতে চায়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।