etcnews
ঢাকাMonday , 17 March 2025
  1. আইন-আদালত
  2. ইসলাম
  3. ক্যাম্পাস
  4. জাতীয়
  5. প্রযুক্তি
  6. বানিজ্য
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজনীতি
  10. লাইফস্টাইল
  11. সর্বশেষ
  12. সারাদেশ

ঈদ যাত্রায় দুর্ঘটনা রোধে গতিরোধক চিহ্নিত করছে ছাত্রদল

etcnews
March 17, 2025 4:13 am
Link Copied!

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং দুর্ঘটনা এড়াতে ঠাকুরগাঁও জেলা ছাত্রদল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মুছে যাওয়া গতিরোধকের চিহ্নিতকরণ ও রং করার উদ্যোগ নিয়েছে।

রবিবার (১৬ মার্চ) রাতে শহরের প্রধান সড়কসহ ব্যস্ততম এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে গতিরোধকের চিহ্ন মুছে যাওয়ায় অনেক সময় পথচারী ও চালকেরা তা দেখতে পান না, ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। এ অবস্থায় ছাত্রদল নিজ উদ্যোগে এ কাজ শুরু করেছে।

নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

এ কার্যক্রমের নেতৃত্ব দেন ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস।সংগঠনের নেতাকর্মীরা রং ও ব্রাশ হাতে সড়কে নেমে যান এবং একের পর এক মুছে যাওয়া গতিরোধকগুলো পুনরায় চিহ্নিত করেন।

জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস বলেন, ‘আমরা চাই ঈদ যাত্রা নিরাপদ হোক। অতীতে অনেক দুর্ঘটনা ঘটেছে শুধু গতিরোধক স্পষ্ট না থাকার কারণে। তাই মানবিক দিক বিবেচনা করে আমাদের এ উদ্যোগ।’

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. সুমন বলেন, ‘আমরা সাধারণ মানুষের কথা ভেবে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছি।’

গতিরোধক চিহ্নিত করার কাজ দেখে স্থানীয়রা প্রশংসা করেছেন। ঠাকুরগাঁও শহরের মানিক নামের এক অটোরিকশাচালক বলেন, ‘অনেক সময় হঠাৎ গতিরোধকের সামনে পড়লে গাড়ি কন্ট্রোল করা কঠিন হয়ে যায়। ছাত্রদলের এই কাজ আমাদের জন্য খুবই উপকারী হয়েছে।’

এক পথচারী বলেন, ‘এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। ঈদের সময় সড়কে চাপ বেড়ে যায়, দুর্ঘটনাও বেশি হয়। আগে থেকে ব্যবস্থা নেওয়া ভালো।’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।