জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ নেতা সাদ্দাম-ইনানসহ ১২৮ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গণঅভ্যুত্থানের সময় হামলাসংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদন অনযায়ী সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে গড়ে ওঠা গত বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। সরকার পতনের পর এ ঘটনায় ৮ অক্টোবর আইন অনুষদের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণের নেতৃত্বে সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর বিরুদ্ধে হামলায় জড়িত থাকার প্রমাণ পাওয়ার কথা জানান। এর মধ্যে ছাত্রলীগ নেতা সাদ্দাম ও ইনানকে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে দেখানো হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ১২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।