etcnews
ঢাকাMonday , 10 February 2025
  1. জাতীয়
  2. প্রযুক্তি
  3. বানিজ্য
  4. বিনোদন
  5. বিশ্ব
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. সর্বশেষ
  9. সারাদেশ

তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে হট্টগোল, স্টল বন্ধ

etcnews
February 10, 2025 3:31 pm
Link Copied!

অমর একুশে বইমেলায় বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বই রাখা নিয়ে একটি স্টলে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোলের ঘটনা ঘটেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে। লেখিকার ‘চুম্বন’ বই রাখার অভিযোগে স্টলটি ভাঙচুর হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জানা গেছে, স্টলটির নাম ‘সব্যসাচী’। এটি বই মেলার ১২৮ নম্বর স্টল। সর্বশেষ তথ্য মতে, প্রশাসনের পক্ষ থেকে স্টলটি বন্ধ রাখা হয়েছে। বিক্ষুদ্ধ জনতার পাশাপাশি পুলিশকেও সেখানে অবস্থান করতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে ওই প্রকাশনীর স্টলের সামনে কয়েকজন জড়ো হন। তারা স্টল থেকে তসলিমা নাসরিনের বইগুলো সরিয়ে ফেলতে বলেন। স্টলে থাকা ব্যক্তি তাদের কথার প্রতিবাদ করেন। এ নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। স্টলের সামনে জড়ো হওয়া ব্যক্তিদের বিভিন্ন স্লোগানের মধ্যে স্টলের ওই ব্যক্তি পাল্টা স্লোগান দেন। উত্তপ্ত পরিস্থিতি চলার মধ্যে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্টলের ওই লোককে সরিয়ে নেয়।

এ বিষয়ে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, বইমেলায় হট্টগোলের খবর শুনেছি। একজনকে পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে যাওয়া হয়েছে। এ মুহূর্তে এর বেশি আর কোনো তথ্য আমার কাছে নেই।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, স্টলে শতাব্দী ভব নামের এক ব্যক্তির সঙ্গে ঝামেলা হয়েছে। তাকে থানায় নেওয়া হচ্ছে।

তিনি জানান, ওই ব্যক্তি যে অপরাধ করেছেন, তার বিরুদ্ধে যথাযথ আইনিব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে মামলা দায়ের করা হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।