etcnews
ঢাকাMonday , 10 February 2025
  1. জাতীয়
  2. প্রযুক্তি
  3. বানিজ্য
  4. বিনোদন
  5. বিশ্ব
  6. রাজনীতি
  7. লাইফস্টাইল
  8. সর্বশেষ
  9. সারাদেশ

ভারতে ঠাঁই নিয়েও শান্তিতে নেই হাসিনা!

etcnews
February 10, 2025 9:21 am
Link Copied!

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই দুই দেশের কূটনৈতিক অস্থিরতা চরমে। ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন তিনি। এরপর থেকে তার অবস্থান ছিল গোপন। তবে সম্প্রতি ভারতে বসেই বক্তব্য দিচ্ছেন তিনি।

গত ৫ ফেব্রুয়ারি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ফেসবুক পেজ থেকে বক্তব্য দেন শেখ হাসিনা। এতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে দেশে। ওই রাতেই বিক্ষুব্ধ জনতা ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি গুঁড়িয়ে দেয়।

এ ঘটনায় ঢাকা-দিল্লির কূটনৈতিক সম্পর্ক আরও অবনতি হয়। দু’দেশের দূতদের তলব-পাল্টা তলবের ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে আগামী সপ্তাহে ওমানে বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

সূত্র বলছে, বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানানো হবে, যেন শেখ হাসিনা ভারতে বসে আর কোনো বক্তব্য না দেন। পাশাপাশি, তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়েও আলোচনা হতে পারে। যার ফলে ভারতে ঠাঁই নিয়েও শান্তিতে থাকতে পারবেন না শেখ হাসিনা।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।