etcnews
ঢাকাFriday , 7 February 2025
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

১২৩ ফুট উঁচু মুজিব ম্যুরাল ভাঙচুর-অগ্নিসংযোগ

etcnews
February 7, 2025 7:04 am
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জে ১২৩ ফুট উচ্চতায় স্থাপিত মুজিব ম্যুরালটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার শমশেরনগর গ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিব সরকারি মেমোরিয়াল কলেজ চত্বরে বঙ্গবন্ধু টাওয়ারটিতে এই ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উপজেলার কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের শমশেরনগর গ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিব সরকারি মেমোরিয়াল কলেজ চত্বরে ২০২১ সালে ১২৩ ফুট উচ্চতার ‘দ‍্য স্ট্যাচু অব লিবার্টি অ্যান্ড ফ্রিডম’ নামের একটি টাওয়ার তৈরি করা হয়। সেই টাওয়ারের ওপর শেখ মুজিবের একটি ম্যুরাল স্থাপন করা হয়। ওই গ্রামের আওয়ামী লীগ নেতা রাশেদ শমসের কলেজটির সভাপতি থাকাকালীন এটি তৈরি করা হয়েছিল।

বৃহস্পতিবার সন্ধ্যার পর বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মিছিলসহকারে ওই স্থানে গিয়ে শেখ মুজিবের ম্যুরালটির বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। এরপর ওই ভাঙচুরকৃত ম্যুরালটি বারবাজার শহরে এনে সড়কের ওপরে রেখে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির অন্যতম সমন্বয় হোসাইন আহমেদ বলেন, খুনি শেখ হাসিনার পরিবারের কোনো ম্যুরাল বা স্থাপনা এ দেশে থাকবে না। বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদের চিহ্ন থাকবে না। এ জন্য তারা শেখ মুজিবের ওই ম্যুরাল ভেঙে পুড়িয়ে দিয়েছে। এ সময় তাদের সঙ্গে শত শত ছাত্র-জনতা অংশ নেয় বলেও জানান তিনি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।