etcnews
ঢাকাFriday , 7 February 2025
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য

রমজানে কেমন থাকবে ছোলার বাজার?

etcnews
February 7, 2025 5:42 am
Link Copied!

দুই মাস আগেও বিশ্ববাজারে অস্ট্রেলিয়ার ভালো মানের প্রতি মেট্রিক টন ছোলার বুকিং রেট ছিল ৮৮০ থেকে ৯০০ মার্কিন ডলার। বর্তমানে সেই ছোলার বুকিং রেট কমে দাঁড়িয়েছে ৬৮০ থেকে ৭০০ মার্কিন ডলারে। আর এই সুযোগে রমজান সামনে রেখে বেড়েছে ছোলা আমদানি।

চট্টগ্রাম চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ জেহাদী বলেন, দুই-আড়াই মাস আগে যে ছোলা কেজি প্রতি ১২০ টাকায় বিক্রি হয়েছিল, সেটিই এখন কমে বিক্রি হচ্ছে ৯৫-১০০ টাকায়। এর মূল কারণ প্রতি টনে প্রায় ২০০ ডলার কমেছে দাম।

চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্যমতে, ২০২৪ সালের পুরো বছরে ১ লাখ ৬৬ হাজার মেট্রিক টন ছোলা আমদানি হলেও চলতি বছরের জানুয়ারি মাসেই এককভাবে ৯৭ হাজার ১৮১ মেট্রিক টন ছোলা আমদানি হয়েছে। কোনো রকম কারসাজি না হলে ছোলার দাম নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করেন শুল্ক কর্মকর্তারা।

চট্টগ্রাম কাস্টমস হাউজের উপ-কমিশনার কাউছার আলম পাটওয়ারী বলেন, বাজারে নতুন করে সিন্ডিকেট তৈরি না হলে ও কঠোর মনিটরিং ব্যবস্থা বজায় থাকলে রমজানে মানুষ খুবই কম দামে ছোলা কিনতে পারবেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।