etcnews
ঢাকাTuesday , 23 May 2023
  1. অন্যান্য
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভিডিও গ্যালারি
  8. রাজনীতি
  9. লাইফস্টাইল
  10. সর্বশেষ
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

মানবতার কাজে এগিয়ে আরবিবিডিএস এর সংগঠন

etcnews
May 23, 2023 9:17 am
Link Copied!

ঝালকাঠির প্রতিনিধি: মানবসেবা উত্তম সেবা অর্থনয় সেবায় আমাদের লক্ষ্য এই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উত্তর তালগাছিয়া (মুন্সিরাবাদ) ছোট্ট আকারে ছোট ছোট কাজ দ্বারা মানুষের কাছে পরিচিত হয়ে ওঠেন। রক্তের বন্ধন ব্লাড ডোনেশন সোসাইটি। এগারো সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে সাংবাদিক গোলাম মাওলা কে সভাপতি করে এই সংগঠনের অগ্রযাত্রা শুরু হয়।ইতির মধ্যে রমজানে গরিব দুঃখী মানুষের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী, বিনামূল্যে মানুষের মাঝে রক্ত গ্রুপ নির্ণয় করা এ রকমের আরো অসংখ্য কাজ করেছে এই সংগঠন থেকে। সংগঠন এর কোন স্থায়ী ফান্ড না থাকার কারণে, এই সংগঠনে বেশির ভাগই রক্ত দিয়ে মানুষের জীবন বাঁচানোর সেবাটাই বেশি পাওয়া যায়। প্রতিষ্ঠাতা মোঃ ইমরান হাওলাদার ও পরিচালক :মো. মহিবুল্লাহ খান এর নেতৃত্বে রক্ত দেয়ার কার্যক্রমটি গ্রুপ দ্বারা পরিচালিত হয়।

রক্তের বন্ধন ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি সাংবাদিক গোলাম মাওলা বলেন,প্রভাতে বলা আছে আমরা যদি না জাগি না মা কেমনে সকাল হবে! তাই সকল মানুষকে তিনি আহ্বান জানিয়েছেন গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি বলেন, আমরা যদি সকলে আর্থিক, শ্রম ভালোবাসা দুঃখে,সুখে মানুষের বন্ধু হওয়ার মত আচরণ অথবা কাজ করি।তাহলে পরবর্তী প্রজন্মেকে আমরা সুন্দর একটি সমাজ উপহার দিতে পারব। দশে মিলে করি কাজ হারি জিততে নাহি লাজ আসুন আমরা এক হয়ে কাজ করি কখনো হারবো না।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।