গণহত্যা ও গুলিবর্ষণের বিষয়ে মামলা হয়েছে। আইন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচার করা সম্ভব। জাতিসংঘের অধীনে তদন্ত টিম থাকবে- জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের যারা জড়িত সবার বিচার করা হবে। ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হবে পরবর্তী পর্যায়ে।
বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। বিগত সরকারের আমলে হওয়া মিথ্যা ও হয়রানিমূলক সব মামলা ৩১ আগস্টের মধ্যে প্রত্যাহার করার কথাও জানান আইন উপদেষ্টা। কালকের মধ্যে ঢাকার সব মামলা প্রত্যাহার হবে। রোজিনা ইসলাম ও মাহমুদুর রহমান মান্নার মামলা প্রত্যাহার হবে কালকের মধ্যে।
আসিফ নজরুল আরও বলেন- আদালতের সব কর্মকর্তাদের দেশে-বিদেশে, স্থাবর-অস্থাবর সব সম্পদের হিসাব দিতে হবে। নতুন নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিরা সবাই যোগ্য। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দলীয় লোকবল ছিলো। তারা পদত্যাগ করেছেন। সেখানে নিয়োগ হচ্ছে।
অন্তর্বর্তীকালীন সরকার ন্যায়বিচার করার পথেই হাঁটবে বলেও জানান আইন উপদেষ্টা। সরকার যদি কোন ভুল করে সেগুলোর বস্তুনিষ্ঠ সমলোচনা করার আহবান জানান তিনি।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।