কেপিসি নিউজ ডেস্ক: আমার বিরুদ্ধে নিউজ করার সাহস কোথায় পেয়েছো। আমি নাইয়াপট্টির ছেলে। তোকে দেখিয়ে দেবো। দৈনিক আমার সংবাদ পত্রিকার কলাপাড়া প্রতিনিধি ও কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ওমর ফারুকের ফেইজবুক ম্যসেঞ্জারে ফোন করে এমন দাম্ভিকতার সাথে হুমকি দিয়েছে চাঁদাবাজী মামলার আসামী নাইমুর রহমান। গতকাল মঙ্গলবার বিকেল ৫ টা ১৬ মিনিটে সাংবাদিক ওমর ফারুকের ফেইজবুক ম্যসেঞ্জারে নাইমের কলটি ভেসে উঠলে তিনি রিসিভ করা মাত্রই এমন হুমকি প্রদান করে। তাৎক্ষনিক তিনি কলাপাড়া থানা পুলিশকে অবগত করেন। ওই রাতেই জীবনের নিরাপত্তা চেয়ে তিনি একটি সাধারন ডায়রী করেন।
উল্লেখ্য, কলাপাড়ায় কথিত সাংবাদিক নাইমুর রহমান (২৮) এর বিরুদ্ধে চাঁদাদাবীর অভিযোগে আদালতে মামলা হয়েছে। ভূক্তভোগী রিপা বেগম বাদী হয়ে কলাপাড়া উপজেলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেছেন। মামলাটি পটুয়াখালী ডিবি অফিসে তদন্তাধীন রয়েছে। এছাড়া, এই কথিত সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন উপজেলার বিভিন্ন স্তরের সাধারন মানুষ। এমন একটি সংবাদ দৈনিক আমার সংবাদসহ একাধিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টলে প্রকাশিত হয়।
কলাপাড়া থানার এস আই মো.আলী হোসেন জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।