etcnews
ঢাকাMonday , 18 December 2023
  1. ইসলাম
  2. জাতীয়
  3. প্রযুক্তি
  4. বানিজ্য
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. লাইফস্টাইল
  9. সর্বশেষ
  10. সারাদেশ

স্বতন্ত্র প্রার্থী মাহবুবের মিছিলে জনস্রোত!

etcnews
December 18, 2023 2:53 pm
Link Copied!

মোঃ মনিরুল ইসলাম, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুরের শুভেচ্ছা মিছিলে জনস্রোত দেখা গেছে। সোমবার বিকেলে উপজেলা সদরে অবস্থিত নির্বাচনী অফিস উদ্বোধন দোয়া মিলাদ শেষে এ মিছিল বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসের মুল ফটকে এসে শেষ হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ দেলোয়ার হোসেনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এনামুল ইসলাম লিটু, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা যুবলীগের সভাপতি হুমায়ুন তালুকদার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি ওমর ফারুক, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম ফকু ও চালিতাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনিয়ন আ’লীগের সি.সহ-সভাপতি জাহিদুর রহমান প্রমুখ।
মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, গত ৫ বছরে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে। আমাদের এমন একজন অভিভাবক দরকার যিনি আওয়ামীলীগকে বাচিঁয়ে রাখবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।